‘বাংলাদেশ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’

জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সরকার বিরোধী কেউ যাতে সে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় ঊৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত বুধবার দুপুরে বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দিনব্যাপী কর্মসুচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপরের বক্তব্য রাখেন।

উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও প্রবীর পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

সভায় বিশেষ সম্মানিত অতিথি ছিলেন রুনা ব্যানার্জী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, ট্রাস্টি উত্তম শর্মা, মেধস আশ্রমের অধ্যক্ষ বুলবুল মহারাজ, সংগঠক তাপস হোড়, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন।

এতে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার,  কাউন্সিলর সুনীল ঘোষ, পূজা পরিষদের জেলা উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি