নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশেষ উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘নারীর ক্ষমতায়ন, দেশের উন্নয়ন’ বিষয়ক বিশেষ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে এর আয়োজন করা হয়।

৬ জুন বিকেল উপজেলার চরপাথরঘাটা পাবলিক স্কুলে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান  অতিথি ছিলেন সাবেক সাংসদ  চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস  চেয়ারম্যান  বানাজা  বেগম, চট্টগ্রাম দক্ষিণ  জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নীলুফার জাহান।

উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্হার কর্মকর্তা সাহানা পারভিন,  জেলা মহিলা সংস্হার আইসিসিটির কর্মকর্তা জহিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  মোমেনা আকতার নয়ন, শ্রমিক লীগের সহসভাপতি আবুল কাসেম ভূঁইয়া, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  সেলিম উদ্দিন  চৌধুরী, মহিলা  নেত্রী  জোবাইদা, আলমাছ, বুলবুলি, মনোয়ারা, বিউটি, বুলু,  জোসনা প্রমুখ।

তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করে।