দোহাজারী পৌরসদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় গত ১৮ অক্টোবর সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বিকেল ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে দেড় থেকে দুই শতাধিক পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা যায়, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিএম মো. জাহেদ হোসাইনের নেতৃত্বে গতকাল ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় ও ডিপিএম তাহসিনা বিনতে ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। দোহাজারী সড়ক বিভাগ সুত্রে জানা গেছে, জায়গা ছেড়ে দেয়ার জন্য অবৈধ দখলদারদের ইতিপূর্বে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা নিজেরা স্থাপনা সরিয়ে না নেয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে পাকা ও কাঁচা মিলে কমপক্ষে ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জায়গার আনুমানিক মূল শত কোটি টাকা হবে বলে জানা গেছে। অভিযানে যেসব দোকান উচ্ছেদ করা হয়েছে এদের মধ্যে অনেক ব্যবসায়ী ক্ষতিপুরণ পায়নি বলেও জানা গেছে।উচ্ছেদের ব্যাপারে আগে ব্যবসায়ীদের কিছুই জানানো হয়নি বলে অনেক ব্যবসায়ীরা জানায়।