রাঙামাটিতে নৌকাবাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে কাপ্তাই হ্রদের রাঙামাটি শহরবর্তী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অংশে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি,রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী,আশীষ কুমার বড়–য়া, ড. প্রকাশ কান্তি চৌধুরী, মোহাম্মদ হারুন-অর-রশীদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। ইভেন্টগুলোর মধ্যে নৌকা বাইচ প্রযোগিতায় সর্বমোট বিভিন্ন ইভেন্টে পুরুষ ও মহিলা প্রতিযোগী দলের সংখ্যা ছিলো ৪৪টি। রাঙামাটি সদর ও দুর্গম এলাকা হতে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল বাংলাদেশের সকল অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের শান্তির প্রতীক।

তারই স্মরণে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়া ও সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানান।’প্রতিযোগিতা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে সার্বিক সহযোগিতা করে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।