মানিকছড়িতে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :

মানিকছড়ি উপজেলার তিনট্যহরী সাপুরিয়া পাড়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো. আনোয়ার হোসেন (৩২) নামের এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে বালু উত্তোলন ও ড্রামট্রাকে বালু বোঝাই অবস্থায় পেয়ে উত্তোলনকারী মো. আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৪ ধারার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ।