এরশাদের জনমুখী কাজের মধ্যে ‘উপজেলা পদ্ধতি’ গুরুত্বপূর্ণ

নগর জাতীয় পার্টির আলোচনা সভা

উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বেলা ৪টায় জাতীয় পার্টির  চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম নগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, আজ ঐতিহাসিক উপজেলা দিবস। এই দিনটি আমাদের নেতা এইচ.এম. এরশাদ প্রবর্তিত।

এইচ.এম. এরশাদের হাজারও জনমুখী কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘উপজেলা পদ্ধতি’ প্রণয়ন। একটি অন্ধকার ঘরে বিদ্যুতের সুইচ চাপলে যেমন আলোকিত হয়ে যায়, তেমনি উপজেলা পরিষদ গঠন করে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোকিত করেছিলেন পল্লীবন্ধু এইচ.এম. এরশাদ।

সভাপতির বক্তব্যে এয়াকুব হোসেন বলেন, বিভিন্ন উপজেলা থেকে সরাসরি রাজধানী ঢাকার সাথে যে যোগাযোগ ব্যবস্থা উনি করেছেন তা ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন নগর জাপার সহ সভাপতি আবু জাফর মো. কামাল, মো. সালামত আলী, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আজম খান, সগীর আহম্মদ সোহেল, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ সভাপতি এরশাদুল হক সিদ্দিকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক ছবির আহমদ, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন, সহ প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন আপন, নগর মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান, পারুল আক্তার, নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি