বাইশারিতে জরাজীর্ণ কালভার্ট

দেখার কেউ নেই

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের গ্রামীণ সড়কের নারিচবুনিয়ায় জরাজীর্ণ অবস্থায় পড়ছে আছে অভিভাবকহীন কালভার্টটি (ব্রিজ) দেখার কেউ নেই, ব্রিজটির অবস্থান ইউনিয়নের অবহেলিত নারিচবুনিয়া সিকান্দারের দোকানের দক্ষিণে পাশে। গত ২০০০ সনে তৎকালীন চেয়ারম্যান নুরুল হাকিমের প্রচেষ্টায় কালভার্ট ব্রিজটি নির্মিত হয়।

এই সড়ক দিয়ে বাইশারি ও গর্জনিয়া ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ নিয়মিত চলাচল করেন। ব্রিজটি জরাজীর্ণ হওয়ার কারণে এই সড়ক দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। তাই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি সাংবাদিকদের জানান, কালভার্ট ব্রিজটি নিয়ে তিনি অবগত নন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান এ প্রতিবেদককে। বর্তমানে কালভার্টে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করতে এলাকার মানুষের গণ দাবিতে পরিণত হয়েছে।

তাই এলাকাবাসী পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির হস্তক্ষেপ কামনা করেন।