কর্ণফুলীতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি মেধাবৃত্তির সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :

দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার বিকল্প নাই। জাতি শিক্ষিত হলেই দেশ এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।গত শনিবার দুপুরে কর্ণফুলীতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন।

উপজেলার চরলক্ষ্যা খুইদ্দারটেক এলাকার একটি কমিটিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ আরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্। প্রধান বক্তা শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির কেন্দ্রীয় পরিচালক শাহজাদা নিজামুল করিম সুজন।

বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।মুহাম্মদ সাইদুল ইসলাম ও শফিউল করিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার মুহাম্মদ মজিবুল হক, হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, হাজি মুহাম্মদ শাহেদ নুর, কাজী এহছান উল্লাহ্, মাসউদুল হক জাহাঙ্গীর, আহমদ হোছাইন নেজামী, আজিজুর রহমান, ইউপি সদস্য নুরুল হক চৌধুরী, এইচ.এম ফরিদুল ইসলাম, বশির আহমদ চৌধুরী। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।