বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা

পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে-সুপ্রভাত

ঝুঁকিপূর্ণদের সরে যেতে প্রশাসনের নির্দেশ

সংবাদদাতা, বান্দরবান

টানা বর্ষণ অব্যাহত থাকায় বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সওে যেতে বুধবার সকাল  থেকে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় জরম্নরি মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে এবং প্রত্যেক উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সাত উপজেলায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে। এদিকে টানা বর্ষণের কারণে ইতোমধ্যে পস্নাবিত হয়েছে জেলার কিছু কিছু নিম্নাঞ্চল। সাঙ্গু নদীর পানি বিপদ সঙ্কুল। ভারী বর্ষণ অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে শহরের আর্মি পাড়া ইসলাম পুর ওয়াবদা ব্রিজ মেম্বার পাড়া মধ্যম পাড়া শেরে বাংলা নগরসহ বেশ কয়েকটি এলাকা। এছাড়া শহরের কালাঘাটা বালাঘাটা লাঙ্গি পাড়াসহ সাত উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে হাজারো বাসিন্দা। এসব ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য স্ব স্ব এলাকার সরকাররি প্রাথমিক বিদ্যালয় গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।

বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা সদরসহ সাত উপজেলায় মাইকিং চলছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলেছি, সেখানে তাদের খাবার দাবার সব কিছু আমরা ব্যবস্থা করব। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৫০৬ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে। সাত উপজেলায় ৭৯ টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রয়েছে। স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তার দায়িত্বে আছেন। প্রয়োজন হলে আমরা ১৩৫টি আশ্রয় কেন্দ্র ব্যবহার করব। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অনুরোধ জানাই তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে আসে।