বঙ্গবন্ধুর চেতনা অবিনশ্বর

রাউজান প্রেসক্লাবে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, রাউজান  »

রাউজানে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১০ আগস্ট সকাল ১১ টায় রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, সহ সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা মাদল বড়ুয়া, নুরুল আবছার, পৌর যুবলীগ নেতা আবু ছালেক, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে।স্বাধীনতা বিরোধী অপশক্তি ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ চালিয়ে বঙ্গবন্ধু আদর্শকে বিনাশ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।