বাসিন্দাদের সবধরনের সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে

কদলপুরে গুচ্ছগ্রাম পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

রাউজানের কদলপুরে ভুমিহীন পরিবারের জন্য নির্মান করা ভুমিহীন পরিবারের সদস্যদের জন্য পানি সংকট নিরসনে পুকুর খনন, গভীর নলকুপ বিদ্যুৎ লাইন নির্মান করা হবে। রাউজান উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের শমশের পাড়া পাহাড়ি এলাকায় ৪০টি ভুমিহীন পরিবারের জন্য নির্মাণ করা গুচ্ছগ্রাম পরিদর্শনকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ একথা বলেন।তিনি বলেন গুচ্ছগ্রামের বাসিন্দাদের সবধরনের নাগরিক সুবিধা প্রদানের পরিকল্পণা প্রশাসনের আছে। গুচ্ছগ্রাম পরিদর্শনকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগকে গুচ্ছগ্রামে বসবাসকারী ভুমিহীন পরিবারের সদস্যরা গুচ্ছগ্রামে পানির সংকট, বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য বলেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ গুচ্ছগ্রাম ও কদলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের ছেলে মেয়েসহ এলাকার বাসিন্দ্বাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য নতুন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান। কদলপুর গুচ্ছগ্রাম ও কদলপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, কদলপুর ইউনিয়নের প্যনেল চোয়ারম্যান কমল চক্রবর্তী, মেম্বার রাশেদ প্রমুখ। গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে গুচ্ছগ্রাম সড়কের দুপাশে তাল গাছের বীজ রোপন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। গুচ্ছগ্রাম সড়কের ব্রিক সলিংয়ের কাজ শেষ হওয়ার পর সড়কের উদ্বোধন করেন ।