পার্বত্য মন্ত্রীর বাবুর্চিসহ বান্দরবান নতুন ১৪ জন করোনা শনাক্ত

সংবাদদাতা, বান্দরবান

পার্বত্য মন্ত্রীর বাবুর্চিসহ বান্দরবান জেলায় নতুন করে আরো ১৪ জন করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। আক্রান্তরা সবাই বান্দরবান সদর উপজেলার। কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। এখন পর্যনত্ম এটি বান্দরবানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এনিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রানেত্মর সংখ্যা ৬৩ জন।

স্বাস’্য বিভাগ জানায়, সোমবার রাতে কক্সবাজার ল্যাব থেকে করোনা পরীড়্গার রিপোর্ট প্রকাশের পর নতুন করে বান্দরবান সদর উপজেলায় ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এরা হলেন পার্বত্য মন্ত্রীর বাবুর্চি বনরম্নপা পাড়ার মৃত টিএন্ডটি কর্মচারী শাহজান লুম্বনিী গার্মেন্টসের ২ পোষাক কর্মী তালুকদার পাড়ার ২ জন লাল মোহন বাগান এলাকার ২ জন বনানী স মিল এলাকার ১ জন মধ্যমপাড়ার ১ জন বালাঘাটার ১ জন ওয়াপদা ব্রিজ এলাকার ১ জন  টাইগার পাড়ার ২ জন। এনিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রানেত্মর সংখ্যা ৬৩ জন। নতুন আক্রানত্মদের ব্যাপারে প্রশাসন কে জানানো হয়েছে তাদেরকে আইসোলেশনে নেয়ার ব্যবস’া করা হচ্ছে। আক্রানত্ম ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানায় স্বাস’্য বিভাগ।

বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন বান্দরবান সদর উপজেলায় নতুন ১৪ জন করোনা শনাক্ত হয়েছে। এদের বেশীর ভাগ কর্মজীবী মানুষ।