সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক

চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান »
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে চালভর্তি ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল গফুর (৫০)। তিনি ওই ট্রাকের ড্রাইভার। ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বান্দরবান থেকে চালভর্তি একটি ট্রাক রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় পৌঁছালে বেইলি ব্রিজ ভেযে ট্রাকটি ঝিরিতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক আব্দুল গফুর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দু’পাড়ের অসংখ্য যাত্রী।
বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোছলেহ উদ্দিন বলেন, রুমায় যাওয়ার সময় মুরুং বাজার এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।