‘সময়ের কাজ সময়ে বুঝে নেয়াই উত্তম’

লায়ন্স ক্লাব প্রগ্রেসিভ ওয়েস্টের দায়িত্ব হস্তান্তর

লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের দায়িত্ব হস্তান্তর, গভর্নর টিমের সংবর্ধনা ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয় ১৮ সেপ্টেম্বর। অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাহদাত দোভাষ, এমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক এমজেএফ, অতিথি ছিলেন ১ম ভাইস গভর্নর লায়ন শামসুদ্দীন আহমেদ সিদ্দিকি পি এম জে এফ,  জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু এম জে এফ, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকি পি এম জে এফ।  পরে ক্লাবের গং বেল ও পতাকা নবাগত প্রেসিডেন্ট লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেলকে হস্তান্তর করেন। এই পর্বে সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া পি এম জে এফ, ডা . বিদ্যুৎ বড়ুয়া  এবং ডা . নওশাদ আহমেদ খান । দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন  অধ্যাপক ববি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন নিপু বড়ুয়া । সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান শেষে দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক বলেন, “আগামীর আশা না করে বর্তমানকে প্রাধান্য  দিয়ে সময়ের কাজ সময়ে বুঝে নেয়াই উত্তম।”

এসময় লায়নদের মধ্যে উপস্থিত ছিলেন  শফিউল্লাহ, মাহবুব রানা, গিয়াসউদ্দীন,  সাহেলা আবেদীন, রূপম বড়ুয়া, স্বরূপ বিকাশ বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, ছোটন বড়ুয়া, মুনির হোসেন, বিধান বড়ুয়া, রনেল বড়ুয়া, ঝুমি বড়ুয়া। বিজ্ঞপ্তি