মেসির অসন্তুষ্টি, ব্যাখ্যা দিলেন পচেত্তিনো

লিঁওর বিপক্ষে লিওনেল মেসি গোল পাননি। তার পরেও পিছিয়ে পড়া পিএসজি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে দলটির জয় ছাপিয়ে আলোচনায় মেসির বদলি হয়ে মাঠ ছেড়ে যাওয়া। ৭৫ মিনিটে উঠিয়ে নেওয়া হলে অসন্তুষ্ট দেখাচ্ছিল আর্জেন্টাইন জাদুকরকে!শুধু অসন্তুষ্টি-ই নয়, মাঠ ছাড়ার সময় কোচকে কিছু একটা বলতেও দেখা গেছে তাকে। মুখভঙ্গিতেও ফুটে উঠে স্পষ্ট বিরক্তি। মেসির অসন্তুষ্টি নিয়ে প্রশ্ন করতেই পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘আমি ওকে জিজ্ঞেস করেছি, কেমন আছে। ও বলেছে কোন সমস্যা নেই।’

মেসিকে যখন উঠিয়ে নেওয়া হয়, তখনও পিএসজি ১-১ সমতায়। কিন্তু এই বদলের ব্যাখ্যায় যুক্তি দেখিয়েছেন পচেত্তিনো, ‘সবাই জানে আমাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে। ফলে কিছু বাছ-বিচার করতেই হয়। কারণ প্রতিটি ম্যাচে, প্রতিটি খেলোয়াড় নিয়ে সেরা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এটাই কোচের কাজ। এতে অনেকে খুশি হবে, আবার নাও হতে পারে।’ পচেত্তিনোর সিদ্ধান্তটি যে সঠিক ছিল, সেটা প্রমাণিত হয়েছে ম্যাচের শেষ দিকেই। ৯৩ মিনিটে আরেক বদলি খেলোয়াড় মাউরো ইকার্দির গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পিএসজি।।