ল ‘ইয়ার্স কাউন্সিলের মানববন্ধন : নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিন

বাংলাদেশ ল ‘ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সারাদেশে ধষর্ণ, খুন, গুম, নারী ও শিশু নির্যাতন, জুলুম, নিপীড়ন ও দুর্নীতির প্রতিবাদে ও অবিলম্বে ধর্ষক ও খুনি, সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল দুপুর ১২ টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আইনজীবী নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষণ, খুন, গুম, লুন্ঠন ও নারী-শিশু নির্যাতন এবং নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ল ‘ইয়ার্স কাউন্সিল নেতৃবৃন্দ ন্যায়বিচার নিশ্চিত করা, ধষর্ণ রোধে দেশের মানুষের নৈতিক উন্নয়ন, চারিত্রিক উন্নয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, অ্যাডভোকেট হাসান আলী, অ্যাডভোকেট বদরুল আনোয়ার, অ্যাডভোকেট এহতেশামুল হক, আব্দুল কাইয়ুম, সাইফুদ্দিন মানিক, হারুন অর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্য-নির্বাহী সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, আশরাফ বিনতে মোতালেব, অ্যাডভোকেট আব্দুল জব্বার ও আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিব প্রমুখ। বিজ্ঞপ্তি