মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৬ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি :

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ৪ ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা পজিটিভ।
রোববার নতুন ৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১ জনে। এ পর্যন্ত নমুনা সংগ্রহের সংখা ২৬৪। যার মধ্যে ২২৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। তবে আক্রান্ত সকলেই সুস্থ রয়েছেন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২৩ জুলাই আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ৪ ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় একজনসহ ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা মুঠোফোনে এ প্রতিবেদকে জনান, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর-সর্দিতে ভুগছিলেন। বর্তমানে তার শরীরের জ্বর কমেছে এবং কিছুটা সুস্থ বোধ করছেন।