বড়উঠানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫৫ হাজার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের যাত্রা শুরু করেছে বড়উঠান ইউনিয়ন স্বাস্থ্য সেবা পরিষদ। শুক্রবার রাতে উপজেলার বড়উঠান এলাকায় এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের আহবায়ক ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মো. দিদারুল আলম।

প্রথমদিনে ৫০ জন রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিক আহমদ চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়ক আব্দুর শুক্কুর, সিনিয়র যুগ্ম আহবায়ক  মোমেনা আক্তার নয়ন, সদস্য সচিব মো. শহিদ উল্লাহ, নাছির মেম্বার, শেখ আব্দুল হান্নান, রোকসানা আক্তার জুসি, মুজিবুর রহমান সুমন, মো. মাসুদ, পারভেজ ইসলাম টিটু, সোহেল মো. হাবিবুল্লাহ, এ.এ.আজাদ সোহেল, মো. ইসহাক, সিরাজুল ইসলাম, রেজাউল করিম টিটু, জসীম উদ্দিন, আনিস উদ্দিন  খোকন, আবুল বশর ছোটন, তৌহিদ, মো. হারুন, ফারুক চৌধুরী, পারভেজ জুয়েল, অহিদুল আলম  খোকন, মঈন উদ্দিন খান মাসুম, মো. ফারুক, মুন্না, আইয়ূব, দেলোয়ার, মহিউদ্দিন, হামিদ, ইব্রাহিম, নাজিম, নোমান, ইমাম উপস্থিত ছিলেন।

প্রতি সপ্তাহে ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ইউনিয়নের বড়উঠান ও দক্ষিণ শাহমীরপুর এলাকায় দুইটি ইউনিটে রোগীদের সেবা প্রদান করবে এ সংগঠন।

সংগঠনের আহবায়ক ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনা সচেতনতায় লিফলেট বিলি, মাস্ক, সাবান বিতরণ, কর্মহীনদের খাদ্য সহায়তা সহযোগিতা প্রদান করেছি। করোনাকালে সাধারণ রোগীদের সুবিধার্থে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও কর্মসূচি শুরু করা হয়েছে।