বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই

পশ্চিম বাকলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ২ নম্বর ইউনিট ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১৯ জুন (শনিবার) চন্দনপুরা ডিসি রোড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের পুত্র মোহাম্মদ মাঈনুল কামাল।

কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন, ‘বর্ষা মৌসুম হলো বৃক্ষরোপণের সময়। বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের পাশপাশি নির্বিচারে বৃক্ষনিধনের কারণে বৈচিত্রপূর্ণ ষড়ঋতুর বাংলাদেশেও এখন বন্যা,খরা বৃদ্ধি পেয়েছে। তাই পরিবেশ বিপর্যয় রোধ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর কোন বিকল্প নাই’।

পরে ফলদ,ঔষধী ও ফুলের চারা রোপণ শেষে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা আফজাল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা,নাজিম দেওয়ান, মুন্না খান, ওয়ার্ড ছাত্রলীগ  নেতা  ফরহাদ আহমেদ মিথুন, মোহাম্মদ ইমরান, তাহসিন খান, ওয়ার্ড শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আরিফ, সাহাব উদ্দিন, মানিক রাজ প্রমুখ। বিজ্ঞপ্তি