নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য প্রত্যাহারের দাবি

নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিক্ষোভ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও মূল্য প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ।

১৩ নভেম্বর বিকাল তিনটায় নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি  নুরুল ইসলাম জিহাদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট  কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহসচিব জননেতা অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ  হোসাইন ও  যুবনেতা জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন যুবসেনা  কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট  নেতা মাস্টার মুহাম্মদ আবুল  হোসাইন, মাওলানা ইউনুস  তৈয়বি, মাওলানা গিয়াস উদ্দীন  নেজামী, মাওলানা আবু তাহের নিজামী, মুহাম্মদ শফিকুল আলম চৌধুরী, যুবনেতা এড. এডি এম আরুছুর রহমান, মাওলানা সৈয়দুল হক কাজেমী, মুহাম্মদ আলমগীর বঈদী, মাওলানা  সোহাইল আনছারী, কাজী মাওলানা আবদুল খালেক, মাওলানা জহির উদ্দীন তুহিন, মাওলানা এনাম  রেজা, মুহাম্মদ বেলাল হোসেন, মাওলানা নুরুল কবির রিজভী, কাজী মুহাম্মদ হানিফ, হাফেজ নুরুল আলম, হাফেজ আনসারুল হক, মুহাম্মদ আবুল হাশেম, কে এম নূর উদ্দিন চৌধুরী, যুবনেতা মুহাম্মদ মহিউদ্দিন, এ টি এম রেজাউল মোস্তফা, শাহজাহান বাদশা, নাছির দস্তগীর, আমির হোসেন, মঈনুদ্দিন, রিয়াজ হোসেন, মুহাম্মদ হাবিবুল মুস্তফা সিদ্দিকী ও বদরুল হুদা তারেক, নগর দক্ষিণ ছাত্রসেনার সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন।

প্রধান অতিথি বলেন, জ্বালানি  তেল একটা সর্বজনীন পণ্য এবং এর প্রভাবও সর্বব্যাপী। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। অবিবেচক পন্থায়  তেলের দাম বৃদ্ধির ১ সপ্তাহের মধ্যে চাল- ডালসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হয়েছে আকাশচুম্বি। করোনাকালে  খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। জ্বালানি  তেলের মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে তাদের অবস্থা আরো  শোচনীয় হচ্ছে। তাই অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানান নইলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশ শেষে ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা স উ ম আবদুস সামাদের  নেতৃত্বে বিক্ষোভ মিছিল  বের হয়। বিজ্ঞপ্তি