টেকনাফে ১০ কোটি টাকার আইসসহ যুবক ধরা

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া পাড়া এলাকার একটি বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি’র সদস্যরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকার সোনা মিয়ার বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর সময় সোনার মিয়ার পুত্র মো. মুজিব (২০) কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতার ব্যক্তির স্বীকারোক্তিতে উক্ত বাড়ির ফলস সিলিংয়ে অভিনব কায়দায় লুকানো ২ কেজি ক্রিস্টাল আইস মেথ পাওয়া যায়। যার বাজার মূল্য ১০ কোটি টাকা।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ ধৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।