কর্ণফুলীতে কৃষি জমি রক্ষায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী :
চট্টগ্রামের কর্ণফুলীতে অপরিকল্পিতভাবে বালু মহাল স্থাপন, লবণ পানি ও কৃষি জমি ভরাটে ফসল নষ্টের প্রতিকার চেয়ে ২৭ জুন সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ও উপজেলা চেয়ারম্যান ফারুককে লিখিত অভিযোগ জানিয়ে করে দুপুর বারোটায় উপজেলা পরিষদের মাঠে মানববন্ধন করে এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন দক্ষিণ শিকলাবাহা এলাকাবাসীর পক্ষে আবদু রাজ্জাক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, সেলিম রেজা। স্থানীয় বাসিন্দা সেলিম রেজা জানান, স্থানীয় কয়েক জন ব্যক্তি অপরিকল্পিতভাবে বালু মহাল স্থাপন করার কারণে গবাদি পশুর খাদ্য ঘাস ও জনসাধারণের চলাচলের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। পানি চলাচলের পথ হয়ে গেছে বন্ধ। অল্প বৃষ্টি হলে সৃষ্টি হয় জলবদ্ধতা। কৃষি জমিতে লবণ পানিতে নষ্ট হয়ে গেছে ফসলও। ভরাট হয়ে গেছে ফসলি জমি। এগুলোতে প্রতিকার চেয়ে আমরা এলাকাবাসী সকলে মাননবন্ধনের আয়োজন করি।