ও.আর.নিজাম রোড আবাসিক এলাকাকে শান্তিময় করতে সিএমপির এডিশনাল কমিশনারের আশ্বাস

সিএমপির এডিশনাল কমিশনার (এডমিন এন্ড ফিন্যান্স) আ.স.ম মাহতাব উদ্দিন পিপিএম এর সাথে ও আর.নিজাম রোড আবাসিক এলাকা কল্যান সমিতির বৈঠক।

ও.আর.নিজাম রোড আবাসিক এলাকায় বহিরাগত দ্বারা সৃষ্ট প্রতিদিনকার অনাহূত বিড়ম্বনা থেকে  পরিত্রানের লক্ষে ও  এলাকাবাসীর নিরাপদ চলাচল সুনিশ্চিত করতে  ও.আর.নিজাম রোড আবাসিক এলাকা কল্যান সমিতি কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে চট্রগ্রাম মেট্রোপলিটন সিএমপির এডিশনাল কমিশনার (এডমিন এন্ড ফিন্যান্স) আ.স.ম মাহতাব উদ্দিন পিপিএম এর সাথে জরুরী ও ফলপ্রসূ আলোচনা চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে বৃহস্পতিবার (২৮শে মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন ও আর.নিজাম রোড আবাসিক এলাকা কল্যান সমিতির পক্ষে সহ সভাপতি লায়ন কোহিনুর কামাল, সাধারন সম্পাদক মনজুর মোর্শেদ ফিরোজ, সহ-সাধারন সম্পাদক শাহীন দিল নেওয়াজ খাঁন শোয়েব, সমাজ কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর এম.এ.জাহের প্রমূখ।

এলাকায় আগত বহিরাগত উঠতি বয়সের তরুন-তরুনীদের অবাধ বিচরনের ফলে সৃষ্ট আড্ডাবাজীর নামে অসামাজিকতায় পারস্পরিক ঝগড়া-বিবাদ বিরোধে রুপ নিয়ে প্রতিনিয়ত মারামারির পর্যায়ে বিস্তৃত হচ্ছে। ফলে শান্তি-শৃংঙ্খলা পরিস্হিতির মারাত্মক অবনতি ঘটছে,যা এলাকায় বসবাসরত শিশু-কিশোরদের চরিত্র গঠনে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। বসবাসরত মহিলারাও বিভিন্নভাবে অপদস্ত হতে হচ্ছে যা অনভিপ্রেত।

এডিশনাল পুলিশ কমিশনার সমস্ত বিষয় অবহিত হওয়ার পর তড়িৎ বেশ কিছু নির্দ্দশনা প্রদান করেন। ও.আর.নিজাম রোড আবাসিক এলাকাকে শান্তিময় ও আবাসযোগ্য আবাসনে রপান্তরিত করার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞপ্তি।