মা ও শিশু হাসপাতালের বার্ষিক সভা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা গতকাল ১৩ ডিসেম্বর হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ। সভায় ২০১৯ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ সভায় ২০১৯ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২০ সালের বাজেট উপস্থাপন করেন।
সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন এবং ২০২০ সালের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
আজীবন সদস্যগণের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শামসুল আলম, আনোয়ারুল হক জসিম, মো. ইলিয়াস, মোরশেদ আকবর, লায়ন মো. মাহমুদুর রহমান শাওন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মোহাম্মদ খালেদ, মোহাম্মদ সাগির, ওয়াজি উল্লাহ, সোলায়মান হোসেন বাচ্চু, হাসান মুরাদ, ইমরান হোসেন ইমু, শহীদুল ইসলাম, খন্দকার রাজু আহমেদ, এস এম সালাউদ্দিন, বেলায়েত হোসেন, জিয়া উদ্দিন, শাহাদাত হোসেন, খায়রুল আলম, সেলিম হোসেন, ফজলুল করিম মজুমদার, মোস্তফা নাজিম পাশা, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, নুরুল আবছার, পরিমল দত্ত প্রমুখ।
উপস্থিত ছিলেন ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. কামরুন নাহার দস্তগীর, ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহছান উল্যাহ, এস এম কুতুব উদ্দিন, মো, হারুন ইউছুপ, এম জাকির হোসেন তালুকদার, চমাশিহা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি