স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার তাগিদ

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রচারণায় বিজিএমইএ’র পরিদর্শন টিম

কোভিড-১৯ (২য় ঢেউ) সংক্রমণ প্রতিরোধে পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মোতাবেক শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্লিফটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাসিরাবাদস্থ মেসার্স ক্লিফটন টেক্সটাইলস্্ অ্যান্ড এ্যাপারেলস্্ লিমিটেডে বিজিএমইএ’র টিমের বিশেষ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ মুসা, এনামুল আজিজ চৌধুরী, বিজিএমইএ লেবার অ্যান্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাইফ উল্লাহ্্ মনসুর, প্রতিষ্ঠানের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এম.এ. ছিদ্দিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএ কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বক্তরা চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ৩য় পর্যায়ে বিজিএমইএ পরিদর্শন টিম কর্তৃক এ’পর্যন্ত ১৩০টি পোশাক শিল্প কারখানায় পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিজ্ঞপ্তি