হাটহাজারী, সন্দ্বীপ ও বন্দর থানা দ্বিতীয় রাউন্ডে

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলে গতকাল শনিবার ৪টি খেলার মধ্যে ৩টি খেলার নিস্পত্তি হয়েছে। এতে হাটহাজারী, সন্দ্বীপ, ও বন্দর থানা স্ব-স্ব খেলায় জয় লাভ করে ২য় রাউন্ডে উঠেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে মাহানগরী জোনের বন্দর থানা টাইব্রেকারে ৪-২ গোলে  চান্দগাঁও থানাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ছিল। উভয়দল আক্রমন ও পাল্ট আক্রমনে খেলে থাকলেও গোলের বন্ধাত্য ঘোছাতে পারেনি। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। একই ভেন্যূতে বিকালে অনুষ্ঠিত উত্তর জোনের খেলায় হাটহাজারী উপজেলা ৪-০ গোলে মিরসরাই উপজেলার বিরুদ্ধে জয়ী হয়। দলের পক্ষে ওসমান ২টি, ইসমাঈল ও অয়ন দাশ ১টি করে গোল করেন। দিনের অপর খেলায় সন্দ্বীপ উপজেলা টাইব্রেকারে ৩-২ গোলে রাঙ্গুনিয়া উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। সন্দ্বীপের পক্ষে মাহমুদুল হাসান ও অয়ন রায় এবং রাঙ্গুনিয়ার পক্ষে ইমরান ও মিসকাত গোল করেন। পরবর্তীতে আর কোন পক্ষই গোল করতে পারেনি। আজকের খেলা-

বঙ্গমাতা টুর্নামেন্ট: আনোয়ারা-বাশখালী উপজেলা (সকাল ৯টা ৩০), বোয়ালখালী-কর্ণফুলী উপজেলা (সকাল ১০টা ৩০), বঙ্গবন্ধু টুর্নামেন্ট: আনোয়ারা-বাশখালী উপজেলা (বিকাল ৩টা), বোয়ালখালী-কর্ণফুলী বিকাল (৪টা ৩০)। বিজ্ঞপ্তি