সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৬৬ তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সাদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান,  ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. ইসরাত জাহান, আব্দুস সালাম এবং মামুন সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী ও রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক।

সভার সার্বিক কার্যবিবরণী তুলে ধরেন প্রফেসর সরওয়ার জাহান। গত সভার গৃহীত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, করোনায় উদ্ভুত পরিস্থিতিতে করণীয় ও বর্তমান পরিস্থিতি, সম্পূর্ণ কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের নিমিত্তে ভাড়াকৃত ভবনগুলো ছাড়ার অনুমোদন, ২০২১-২০২২ অর্থবছরের বাজেট,  ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অসমাপ্ত নির্মাণ কাজের অগ্রগতি এবং ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নসহ  বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি