সব বিভেদ ভুলে সংগঠনের জন্য কাজ করতে হবে

চকরিয়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা কমিটির আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত সোমবার ১২ অক্টোবর চকরিয়া উপজেলা সদরের থানা রাস্তার মাথার সিস্টেম চকরিয়া কমপ্লেক্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুনের সঞ্চালনায় কেক কাটা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ জাফর আলম। চকরিয়া উপজেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির, অর্থসম্পাদক আজিজুল হক, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো.আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক হাজি জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সকলস্তরের নেতৃবৃন্দ, উপজেলার অধীন সকল ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও শ্রমিকলীগের সকলস্তরের নেতাকর্মী। অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার মতো সৎ দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের বিকল্প নেই। সরকারের অগ্রগতির সাথে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী অবিচল রয়েছে। সেইভাবে সবাইকে দলের প্রয়োজনে নিবেদিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জনবান্ধব সুন্দর রাজনীতি উপহার দিতে শ্রমিকলীগের নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। সেইজন্য চকরিয়া-পেকুয়া উপজেলা এবং পৌরসভার প্রতিটি ইউনিটে শ্রমিকলীগের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে হবে। আশা করি দলের সর্বস্তরের নেতাকর্মী সকলধরনের বিভেদ বিভক্তি পরিহার করে সংগঠনের জন্য কাজ করবে।