‘শুদ্ধাচারী রাজনীতিক ছিলেন এম এ মান্নান’

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী  এমএ মান্নানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ছিল স্মরণসভা, কবর জেয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

মহানগর আওয়ামী লীগ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, এম.এ. মান্নান একজন শুদ্ধাচারী রাজনীতিক ছিলেন। তিনি গতকাল   মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী এম.এ মান্নানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, এম.এ. মান্নান, আপাদমস্তক একজন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন।

আরও বক্তব্য রাখেন  মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী,  খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল বশর।

সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, আব্দুল আহাদ, আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের কাজী আলতাফ হোসেন, আনছারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সৈয়দ মো. জাকারিয়া, শামসুল আলম, আশরাফুল আলম প্রমুখ। তাছাড়া সকাল ৯টায় মরহুমের কবরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উত্তর জেলা আওয়ামী লীগ

মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যবার্ষিকীতে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম- সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাফর আহমেদ, কার্যনির্বাহী সদস্য শওকত আলম শওকত, মো. সেলিম উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে গতকাল সকালে কার্যালয়ে সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বক্তব্য রাখেন  দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, সহ-সভাপতি আবদুল মালেক খান।

সভাশেষে নেতৃবৃন্দ এম এ মান্নানের কবর জিয়ারত এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রমিক লীগ

প্রাক্তন মন্ত্রী এমএ মান্নানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সকাল ১১টায় কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে যোগদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগ নেতা আমির হোসেন হাওলাদার, সমীরুল ইসলাম তুহিন, মো. ফরিদ, শিপন হাসান, নুরুল ইসলাম, মো. বোরহান, মো. সোহেল, মো. মিজানুর রহমান, মো. জিহান, মো. আলী হোসেন, মো. রুবেল, মো. আজম, আবু কালাম, মো. মাঈনুদ্দিন প্রমুখ।