লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারে কসমোপলিটান লায়ন্স ক্লাবের অনুদান

লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটান এর পক্ষ থেকে কসমোপলিটান লায়ন্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
নাসিরাবাদস্থ লায়ন্স চক্ষু হাসপাতালের রোকেয়া হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে লায়ন্স জেলার এই বছরের কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারের পক্ষে উক্ত অনুদান গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর ‘ হিউম্যানেটি এভাব অল’ এর প্রবক্তা লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, এম.জে.এফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার ১ম সহ-সভাপতি লায়ন আল- সাদাত দোভাষ, এম.জে.এফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দীকী, পি.এম.জে.এফ।
সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স জেলার কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু।
এতে আরো উপস্থিত ছিলেন জি.এস.টি কর্ডিনেটর লায়ন মে. শওকত চৌধুরী, এম.জে.এফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, কসমোপলিটান লায়ন্স ক্লাবের কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন আশীষ ভট্টাচার্য, এম.জে.এফ, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, কসমোপলিটান লিও ক্লাবের চিফ কো-অর্ডিনেটর লিও মো. নাঈম সারওয়ার জিতু, মাল্টিপল সভাপতি লিও শাহরিয়ার ইকবাল, জেলার সহ সভাপতি লিও জয় চক্রবর্তী, কসমোপলিটান লিও ক্লাবের সভাপতি লিও সিফাতুল ইসলাম সামিসহ লায়ন্স ও লিও জেলার সিনিয়র লায়ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি