মহেশখালী চ্যানেলে স্পিডবোট ডুবে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের মহেশখালী নৌ চ্যানেলে স্পিডবোড ডুবে মাসুদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন (৩০) নামে অপর ব্যক্তিকে গুরুতর আহতবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবির রেশন ঠিকাদার। বিষয়টি মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, স্পিডবোটে ৪ জন যাত্রী ছিলো। স্পিডবোটটি কক্সবাজার থেকে রিজার্ভ হিসাবে ভাড়া করে সোনাদিয়া যাচ্ছিল। স্পিডবোটটি ডুবার পর ২ জন যাত্রী সাঁতরিয়ে কূলে উঠেন। অন্য ২ জনকে উদ্ধার করে বেলা ২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমানকে মৃত ঘোষণা করে। আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ির আবুল কাশেমের ছেলে ইয়াসিন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা একটু উন্নতির দিকে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. জাকির হোসেন খান। মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার আরো জানান, শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত সাঁতরিয়ে কূলে উঠা ২ জনের খোঁজ মিলেনি।