মহামারীকালে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত

চসিক ঠিকাদার সমিতির ১০ হাজার মাস্ক হস্তান্তর

বৈশি^ক মহামারি করোনা থেকে স্বাস্থ্য সুরক্ষায় ১০ হাজার মাস্ক হস্তান্তর করেছেন চসিক ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।
মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নিকট গতকাল রোববার অপরাহ্নে টাইগারপাসস্থ চসিক মেয়রের দপ্তরে এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সুরক্ষা সামগ্রী গ্রহণকালে মেয়র বলেন, চসিক ঠিকাদার সমিতি চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কাজের অংশীদার। নগরীর উন্নয়ন কাজের পাশাপাশি বৈশি^ক এই মহামারীকালে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত। তাহলেই মানবতা রক্ষা পায়। সমাজের প্রতি যে দায়, তা কিছুটা হলেও মিটে। তিনি বলেন, যুগে যুগে পৃথিবীতে যে মানব সভ্যতা গড়ে উঠেছে তা সম্ভব হয়েছে সকলের যুগবদ্ধ প্রয়াসে। মেয়র চসিক ঠিকাদার সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এসকল সুরক্ষা সামগ্রী নগরবাসীর মাঝে বণ্টন করা হবে। তিনি করোনা মহামারীকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। এ সময় চসিক ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবু ফরহাদ সাবু, শামসুল আলম, আবুল কালাম, মো. সালাহউদ্দিন, মো. নেছার আহম্মদ, শাহ সেলিম খালেদ, আসহাব রসুল জাহেদ, ফরিদ উদ্দীন ফরহাদ, মো. আতিকুল্লাহ, এ. কে. এম বখতিয়ার, মো. আমীর উদ্দিন, মো. ইসমাইল, মো. হান্নান, মো. বেলাল হোসেন ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি