মতবিনিময় সভা : গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই। ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএনপিকে। প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
তিনি গতকাল বুধবার দুপুরে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সারাদেশে এখন করোনাকাল চলছে। এই করোনাকালেও সন্ত্রাসীরা ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, বীরদর্পে চালিয়ে যাচ্ছে।
প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, করোনাকালীন সময়েও সাধারণ মানুষ জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না। ওয়ার্ডের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।
৪০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, মো. মুজিবুল হক, ডা. নুরুল আবছার, মো. শাহাবুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, আবু জাফর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ছারের, মোহাম্মদ লোকমান, শহিদুল ইসলাম রানা, গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জাহিদ, আশরাফ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি