‘ভোটারের মুখোমুখি ফোরাম’ শীর্ষক অনুষ্ঠান

বিজিএমইএ নির্বাচন

বিজিএমইএ নির্বাচন উপলক্ষে ফোরাম মনোনীত প্যানেল লিডার এবিএম শামসুদ্দিন-এমডিএম মহিউদ্দীন চৌধুরীর সমর্থনে ‘ভোটারের মুখোমুখি ফোরাম’ নামের এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম ফোরাম। শনিবার রাতে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম এ সালাম বলেন, বর্তমান বোর্ড জানে করোনায় গত ১ বছরে পোশাকশিল্পের উপর কি ঝড় এসেছিল। রুবানা হক যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতেন তাহলে আজ অনেক গার্মেন্টস মালিক দেউলিয়া হয়ে যেতেন। কিন্তু রুবানা হক সেটা হতে দেননি। এ জন্য আমাদের রুবানা হকের মতো নেতৃত্ব দরকার।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এম এ সিদ্দিক চৌধুরী, মইনুল হক সিফাত, আরশাদুর রহমান, বশির উদ্দিন আহমদ, কাজী শফিকুল ইসলাম টিটু, আশিক ইবনে সাফা, শিব্বির আহমদ। প্রশ্নের উত্তর দেন ঢাকা থেকে আসা পরিচালক পদপ্রার্থী ইনামুল হক খান বাবলু, আনোয়ার হোসাইন চৌধুরী, রানা লায়লা হাফিজ, খান মনিরুল আলম শুভ, নাফিস উদ-দৌলা, এ এম মাহমুদুর রহমান, মাশেদ রুম্মান আবদুল্লাহ, চট্টগ্রামের পরিচালক প্রার্থী মো. আব্দুস সালাম, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ, মো. সাইফুল্লাহ, মির্জা আকবর আলী চৌধুরী, দিদারুল আলম ও রিয়াজ ওয়েজ। ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি চিটাগং এশিয়ান এপারেলস এমডি এম এ সালামের সভাপতিত্বে ও প্রধান নির্বাচন পরিচালনা সমন্বয়ক আবদুল মান্নান রানার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ইমাম হোসেন, সাইফুল আজম সিজার, মোহাম্মদ আজম, আকবর খান, এমকেএম সালাউদ্দিন, মোর্শেদ কাদের, রিজওয়ান ইসলাম, মো. ইলিয়াস, কায়কোবাদ, নজরুল ইসলাম, মো. ইছা, নুরুল ইসলাম মিঠু, সুমন, ওয়াদুদ মোহাম্মদ, আবদুল কাদের, আবদুর রাজ্জাক, রায়হান সামস্, মোহাম্মদ হোসাইন। বিজ্ঞপ্তি