বয়স্ক ও অক্ষমদের টিকা গ্রহণে বিশেষ দিন বরাদ্দ রাখুন : সুজন

বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের টিকাদানের জন্য সপ্তাহে বিশেষ দিন বরাদ্দ রাখার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। ২৪ আগস্ট সকালে নগরীর  মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে টিকা গ্রহীতাদের মাঝে পানি এবং মাস্ক বিতরণকালে তিনি এ আহবান জানান।

এসময় তিনি বলেন, করোনা মহামারীর কারণে বিশ্ব যখন দুঃসময় অতিক্রম করছিলো, বিশ্বের অর্থনীতি যখন ভেঙ্গে পড়ার উপক্রম সেই মূহুর্তে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলো করোনাভাইরাসের টিকা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব হাজী মো. হোসেন,  মো. বাবলু, আরাফাতুল মান্নান ঝিনুক, মো. ওমর ফারুক, রেজাউল করিম মিল্লাদ, মনিরুল হক মুন্না, তাইফুল খান, মোসলেহ উদ্দিন, কামরুল হাসান, সাকের উল্ল্যাহ, আলী নেওয়াজ রাকিব, মো. ইমতিয়াজ প্রমুখ। কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে অদক্ষতার কারণে অনেক কেন্দ্রে টিকাগ্রহীতাদের কষ্ট পোহাতে হচ্ছে। যেখানে বসার জন্য নেই কোন সুব্যবস্থা। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে গিয়ে বয়োজ্যেষ্ঠরা অসুস্থ হয়ে পড়ছেন। টিকাকেন্দ্রগুলোতে বাথরুমের সংকটও রয়েছে। যেহেতু বর্তমানে স্কুল-কলেজ বন্ধ তাই স্কুল-কলেজসমূহে টিকাকেন্দ্র স্থাপন করলে টিকা গ্রহীতারা স্বস্তি পাবেন। তিনি করোনা টিকাকেন্দ্রগুলোকে বিভিন্ন স্কুল-কলেজে স্থানান্তর করতে মুঠোফোনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং সিভিল সার্জনকে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি