বিল্স’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক »

শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, পূর্বের মতো রেশনিং ব্যবস্থা চালু করে শ্রমজীবী মানুষের জন্য চাল ডাল, নুনসহ নিত্যপণ্য সমূহ সরবরাহের ব্যবস্থা রাখার দাবি জানিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস(বিল্স) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকাল ১১ টায় জামালখানের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিল্স এল আর সির চেয়ারম্যান এ এম নাজিমউদ্দিন, সদস্য সচিব মু. শফর আলী, সদস্য তপন দত্ত ও বিল্স এর সিনিয়র অফিসার পাহাড়ী ভট্টচার্য। সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, দেশে শিল্প, সেবা ও কৃষিখাতে সাড়ে ৬ কোটি শ্রমিক জড়িত।
তাদের ৮৬ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে ও প্রতিষ্ঠানিক খাতে কাজ করে মাত্র ১৩ থেকে ১৪ শতাংশ। তাদের মধ্যে প্রায় ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক, কয়েক লক্ষ কমিউনিটি সেন্টার, কনভেশন-ডেকোরেটর হলের শ্রমিক, হোটেল-রেস্টুরেন্টের ১০ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।