বিমা অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত

জাতীয় বিমা দিবস পালন

রাউজান :

জাতীয় বিমা দিবস উপলক্ষে রাউজানে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানী সহ বিভিন্ন বেসরকারি বিমা কোম্পানির কর্মকর্তা, মাঠকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে  র‌্যালি বের করেন ।

১ মার্চ সকালে  র‌্যালি শেষে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জমান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, মুক্তিযোদ্বা আবু জাফর চৌধুরী,  চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, সাহাবুউদ্দিন আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীমা কর্মকর্তা মো. আশরফ প্রমুখ ।

বাঁশখালী :

বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে বীমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১ মার্চ। গতকাল সকালে পৌরসদরস্থ আবদুল লতিফ মার্কেটের দ্বিতীয় তলায় বাঁশখালী এফপিআর সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী এফপিআর সেন্টারের ডিসি মাওলানা আবদুস ছবুর ইসলামাবাদী।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আনোয়ারা-সাতকানিয়া-বাঁশখালীর ইনচার্জ মো. নুরুল আলম।

এতে বক্তব্য রাখেন ডা. মো. কাইছার, জমির উদ্দিন, মো. ইলিয়াছ, হাফেজ জাহেদ, হাফেজ মো. মিজান প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘আজকের এই যুগে ভবিষ্যতে যেকোন সময় যেকোন ধরনের দুর্ঘটনা অবশ্যই হতে পরে। সেই দুর্ঘটনা নিজের সাথে হতে পারে, নিজের মূল্যবান যেকোন জিনিসের সাথে হতে পারে বা নিজের জীবন সম্পূর্ণভাবে নিজের হাত থেকে চলে যেতে পারে। জীবনে কোন সময় কি হবে, সেটা কেউ বলতে পারে না। তাই এই দুর্ঘটনাযুক্ত জীবনে নিজের এবং নিজের অন্য মূল্যবান জিনিসগুলোর বীমা আগের থেকেই করিয়ে রাখলে, পরে খারাপ সময়ে নিজে আর্থিক ভাবে অনেক লাভ বা সাহায্য পাওয়ার সুযোগ থাকবে। জীবন বীমা নিয়ে সব থেকে লাভজনক বিষয়টি হলো এর মাধ্যমে নিজে বা নিজের মৃত্যুর পরেও পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা যাবে।’