বঙ্গবন্ধু বাঙালির আত্মবিশ্বাসের মূল চালিকাশক্তি : মোছলেম উদ্দিন

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির আত্মবিশ্বাসের মূল চালিকাশক্তি ও স্বাধীন বাংলাদেশের জনক।
বিশ্ব রাজনীতির ইতিহাসে জাতির ক্রান্তিলগ্নে একজন প্রকৃত বীর মহা মানবের আবির্ভাব ঘটে। যাঁর হাত ধরে সেই জাতি জেগে ওঠে। সেই মহামানব বীরযোদ্ধার শৌর্য-বীর্য আর নেতৃত্বগুণে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায় সেই জাতি। অনেক বীরযোদ্ধা নিজ নিজ অবস্থান থেকে বাঙালি জাতির মুক্তির লক্ষে সংগ্রাম করেছেন, আর সবকিছুর নেতৃত্বে ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৭ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ জেলা তাঁতীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ এক ও অভিন্ন ধারায় মিশে গেছে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা বড় অকৃতজ্ঞ জাতি, যে মানুষটি তিলে তিলে বাংলাদেশের অভ্যূদয়ের পথরেখা গড়ে তুলেছিলেন, ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের আহবায়ক দিদারুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক প্রকৌশলী দীপংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব সিআইপি, দপ্তর সম্পাদক আলহাজ আবু জাফর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি শফিউল আলম, মমতাজ উদ্দিন, মো. হাসান মুরাদ, মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস, মো. সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার এম এ মালেক, মো. শহীদুল ইসলাম, মো. আলম, সাদ্দাম হোসেন, বিকাশ নাথ, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। বিজ্ঞপ্তি