‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

জাতীয় শোক দিবস পালন

মুক্তিযোদ্ধা সংসদ
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসেন পিপিএম বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম না হলে এ দেশ কখনো স্বাধীন হতো না।
১৪ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা পরিষদ সংলগ্ন রিভার ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ কর্মসূচির চতুর্থ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক পিপিএম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার কোন শেষ নেই। তিনি অত্যন্ত দুরদর্শী নেতা ছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী ও জেলা পুলিশের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুগুনের অধিকারী। বঙ্গবন্ধুকে হত্যা করে তরুণদের দীর্ঘকাল জানতে দেয়া হয়নি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ১৪ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ, সাবেক এমপি চেমন আরা তেয়ব, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, অ্যাডভোকেট মুজিবুল হক, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশিদ, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়–য়া প্রমুখ।
নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন
জাতীয় শোক দিবস পালনোপলক্ষে আলোচনা সভা ও বিশেষ শিশুদের এনডিডিপি ট্রাস্ট প্রদত্ত চিকিৎসা ভাতা বিতরণ করা হয়। ১৪ আগস্ট নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মিসেস ফারহানা লাভলী, আলোচক ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক, নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপদেষ্টা লায়ন অশেষ কুমার উকিল, যুগ্ম সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী, অধ্যক্ষ সোমা চক্রবর্তী প্রমুখ ।
মুনিরীয়া যুব তবলীগ
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫ নম্বর উত্তর মাদার্শা শাখার উদ্যোগে ১৪ আগস্ট বাদে আছর স্বাস্থ্য বিধি মেনে শাখা কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দীন মুনিরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নূর খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুদ্দৌলা দৌলত, অধ্যাপক অলি আহাদ চৌধুরী,মাওলানা এরশাদুল হক,মুহাম্মদ মনির উদ্দীন মোর্শেদ, মাওলানা জসিম উদ্দীন চৌধুরী, মাওলানা আবদুস সবুর, মোহাম্মদ শাখাওয়াত হোসেন সোহেল, মুহাম্মদ বেদার উদ্দীন মুহাম্মদ রফিক, মুহাম্মদ মনছুর, মুহাম্মদ নূর নেওয়াজ, মুহাম্মদ আলাউদ্দীন জিকু, মুহাম্মদ মনির উদ্দিন প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন ‘বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা এবং দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি