ফ্রেমের বাইরে সঞ্চালক তানভীর তারেক

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

রেডিও, টেলিভিশন, ইউটিউব আর ফেসবুকে বেশ জনপ্রিয় সঞ্চালক তানভীর তারেক। যার বেশিরভাগ শো-জুড়ে তাকে ঘিরে থাকে পারফর্মিং দুনিয়ার নানা ঘটনা ও গল্প। এবার তিনি নিয়মিত ফ্রেমের বাইরে গেলেন। ক্যামেরার সামনে বসলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে।
নির্মিত হলো জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘শোকে শক্তিতে বঙ্গবন্ধু’। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে ৬টি ভাগে এদেশের শিল্প-সংস্কৃতিতে বঙ্গবন্ধুর উদ্যোগ, অবদানসহ বিভিন্ন ঘটনা উঠে আসবে।
অনুষ্ঠানে একাধিক শিল্পী গান গেয়েছেন বঙ্গবন্ধু ও স্বদেশ চেতনা নিয়ে। শিল্পীরা হলেন তিমির নন্দী, হাসান মতিউর রহমান, নবনীতা চৌধুরী, চম্পা বণিক, নিশীতা বড়ুয়া, রন্টি দাশ, রাজীব, কোনাল প্রমুখ।
তানভীর তারেক বলেন, ‘জাতির জনককে নিয়ে কোনও অনুষ্ঠানের গ্রন্থনা-উপস্থাপনা অবশ্যই বিশেষ গুরুত্বের। সেক্ষেত্রে কিছু বইয়ের রেফারেন্স থেকে ছয়টি ভাগে উপস্থাপনাটি সাজিয়েছি। আমার ধারণা, একটু আলাদা কিছু হয়েছে।’
অনুষ্ঠানটি প্রচার হবে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।