ফ্যাটি লিভার ডিজিজ

ফ্যাটি লিভার ডিজিজ একটি নীরব ঘাতক, যা বর্তমান জীবন যাপন প্রণালীর কারণে মহামারী রূপ ধারণ করছে।

ফ্যাটি লিভার ডিজিজ ও ডায়াবেটিস ওতপ্রোতভাবে জড়িত। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর কারণে যেমন ফ্যাটি লিভার ডিজিজ হয়, তেমনিভাবে ফ্যাটি লিভার ডিজিজ আক্রান্ত ব্যক্তি দ্রুত ডায়াবেটিক হিসেবে ইন্সুলিন রেজিসটেন্ট এ আক্রান্ত হয়। ইন্সুলিন রেজিসটেন্ট আক্রান্ত ব্যাক্তির শরীরের নিজস্ব ইন্সুলিনের কার্যক্ষমতা কমে যায়, ফলে সহজেই ডায়াবেটিস রোগী হিসেবে পরিগণিত হয়।

রোজা এই ইন্সুলিন রেজিসটেন্স এর এর বিরুদ্ধে চমৎকার কার্যকরী ভুমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে রোজা খালি পেটের রক্তের শর্করা /সুগার এর মাত্রা ৩ থেকে ৬ % পর্যন্ত কোন ওষধ ছাড়াই কমিয়ে দেয়, একই সাথে শরীরে ইন্সুলিন নিঃসরণ মাত্রা ২০-৩১% কমায়। যা একজন রোজাদার ব্যক্তিকে ডায়বেটিস আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে।