‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’

নগরীর প্যারেড ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন নগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে চট্টগ্রাম প্যারেড ময়দানে নগর জাতীয় পার্টির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, দপ্তর সম্পাদক হাজী ছবির আহমদ, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহিন, যুগ্ন প্রচার সম্পাদক মো ফারুক হোসেন আপন, চকবাজার থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সমীর সরকার, প্রচার সম্পাদক টিপু দাশ প্রমুখ।
কর্মসূচিতে সোলায়মান আলম শেঠ বলেন, গাছ মানুষের আমরণ বন্ধু। বন্যা-জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রতিটি মানুষের উচিত নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য গাছ লাগানো। বিজ্ঞপ্তি