প্রাইভেট কারেই জমজ সন্তান প্রসব

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড »

সীতাকু-ে চলন্ত প্রাইভেটকারে জমজ সন্তান প্রসব করলেন রাশেদা বেগম (৩৫) নামে এক নারী। রাশেদা সীতাকু- উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামের মো. আবুল বাশারের স্ত্রী। গতকাল বুধবার সকালে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে প্রাইভেটকারে সন্তান প্রসব করেন তিনি।

রাশেদার বেগমের স্বামী মো. আবুল বাশার জানান, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠলে প্রথমে একটি ক্লিনিকে যাই। ক্লিনিকের ডাক্তার আমার স্ত্রীর অবস্থা দেখে তাড়াতাড়ি চমেকে নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। আমরা প্রাইভেটকার যোগে চমেকে যাওয়ার পথে সীতাকু- স¦াস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছার পর স্ত্রীর প্রসব বেদনা তীব্র হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে গাড়ি থামিয়ে ডাক্তার ও নার্সের সহযোগিতা কামনা করলে তারা এসে প্রাইভেটকারের ভেতর ডেলিভারির কাজ সম্পন্ন করেন। ডেলিভারি পরবর্তী জমজ বাচ্চা এবং স্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ আছেন।

সীতাকু- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরদ্দিন রাশেদ জানান, আমাদের মেডিক্যাল অফিসার ডা. বিবি কুলসুম সুমির নেতৃত্বে একটি চৌকস টিম গাড়িতে ডেলিভারি সম্পন্ন করেন। সিনিয়র স্টাফ নার্স সুমিত্রা চক্রবর্তী, মায়া রানী দে, সুমনা আক্তার, ইনচার্জ ইন্দিরা আয়া নুরজাহান এতে সহযোগিতা করেন।