প্রতিটি মানুষকেই সুরক্ষা নিতে হবে

সুবিধাবঞ্চিতদের খাবার বিতরণকালে লায়ন আল সাদাত দোভাষ

লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই ও লায়ন্স ক্লাব অব চিটাগং সিটির যৌথ উদ্যোগে কর্মহীন ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সম্প্রতি শুরু হয়েছে। ‘মানবতায় মানবসেবায়’ সপ্তাহব্যাপী চলবে এ কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লায়ন আল সাদাত দোভাষ। তিনি বলেন, এদেশের প্রতিটি মানুষই মানবসম্পদ। কোনো সম্পদকে হারানো যাবে না। প্রতিটি মানুষকে সুরক্ষার পাশাপাশি তার পরিবারকে বাঁচাতে হবে। পরিবার বাঁচলে, বাঁচবে সমাজ। সমাজ বাঁচলে, বাঁচবে গোটা মানবসম্পদ। প্রতিটি মানুষকে অবশ্যই সুরক্ষা নিতে হবে।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম জেলা ভাইস গভর্নর লায়ন সামসুদ্দিন আহমপদ সিদ্দিকী, জেলা সচিব লায়ন আশরাফুল আলম আরজু, সিনিয়র লায়ন লিডার ও জোন চেয়ারপারসন এবং লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের গার্ডিয়ান লায়ন গাজী মো. শহীদুল্লাহ, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, সিএমপি ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, জোন চেয়ারপারসন ও ডিস্ট্রিক্ট লায়ন লিডার কাজী ইকবালুর রহমান নাদিম, লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের সভাপতি লায়ন শিমুল দত্ত, ক্লাব ডিরেক্টর ও ডিস্ট্রিক্ট লায়ন কাজী সাইদুল ইসলাম জনি, ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া, সিটি করপোরেশন কর্মকর্তা সাহেদুল আলম, লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপারসন (ইয়ুথ এক্সচেঞ্জ) লায়ন মাঈদ উদ্দিন মাইনু, লিও জেলা সভাপতি আফিফা ইসলাম, লিও জেলা সচিব লিপ আতিক শাহরিয়ার সাদিফ, লিও জেলা কোষাধ্যক্ষ ইসমাঈল বিন আজিজ আলভী, লিও জেলা জোন ডিরেক্টর ও লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের ইমিডিয়েট প্রেসিডেন্ট মো. আব্দুল বাসেত ভুইয়ান, লিও জেলা জোন ডিরেক্টর রাফিদ মো. আহনাফ, লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের সভাপতি মুহাম্মদ আবু তাকিব, লিও ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির সভাপতি পল্লব বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভাপতি আবু হানিফ মোহাম্মদ নোমান প্রমুখ।
কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের ক্লাব ডিরেক্টর লায়ন নুর মোহাম্মাদ বাবু, পূর্ববর্তী সভাপতি লায়ন ইসতিয়াক মাহমুদ ও কোষাধ্যক্ষ লায়ন ফজলে রাব্বী সোহেলের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। বিজ্ঞপ্তি