প্রকৌশল অনুষদের নেটওয়ার্কিং সামগ্রী প্রদান

প্রিমিয়ার ইউনিভার্সিটি

সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের ল্যাবরেটরির ব্যবহার ও গবেষণার জন্য বাংলাদেশের স্বনামধন্য দুটি টেকনোলজিক্যাল কোম্পানি ভার্টিকেল ইনোভেশনস ও ইনসাইডস অটোমাটারের পক্ষ থেকে বেশকিছু নেটওয়ার্কিং সামগ্রী প্রদান করা হয়েছে।

এতে  উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ,

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক ও তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং

ভার্টিক্যাল ইনোভেশনস ও ইনসাইডস অটোমাটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন

ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি