পশ্চিম বাকলিয়ায় শিশু সুরক্ষায় কমিটি গঠন কোডেকের

নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষায় কমিটি গঠন করা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমের ডি সি রোডের বাসভবন প্রাঙ্গণে ১৩ সদস্যের এক পরিচালনা কমিটি গঠন করা হয়।
কোডেকের কর্মকর্তা টুম্পা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম।
বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে গড়া কমিটিতে সদস্য-সচিব করা হয়েছে মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছাকে।
শিক্ষক প্রতিনিধি মনোনীত করা হয়েছে পশ্চিম বাকলিয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা খানমকে।
স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতিনিধি হলেন ডা.দেলোয়ার।
অন্যান্য প্রতিনিধিদের মধ্যে শরিফুল আলম, আবদুল হাকিম, কামাল আহমেদ, ব্যাংকার ওমর ফারুক সনেট, এনজিও প্রতিনিধি সমর দাশ, আরাফাত রিয়াদ, রাহুল মিত্র বাপ্পা উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষায় কোডেকের সহায়তা ও পরামর্শে সকল ধরনের সহযোগিতা করা হবে কাউন্সিলর শহিদুল আলম আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি