নিংশ্বাসের বন্ধুতে মিলবে সব ধরনের স্বাস্থ্যসেবা

‘নিশ্বাসের বন্ধু’র পক্ষ থেকে পথচারীদের সুরক্ষাসামগ্রী প্রদান করছেন সংগঠনের সদস্যরা

 

নগরীর চান্দগাঁও থানা এলাকার করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষদের জন্য গোলাম আলি নাজীর পাড়ার যুবকদের উদ্যোগে গড়ে তোলা হয়েছে নিশ্বাসের বন্ধু মানুষ মানুষের জন্যনামক স্বাস্থ্যসেবার বুথ।

নিশ্বাসের বন্ধুসংগঠনটির মাধ্যমে করোনা রোগী ও অসুস্থ রোগীদের জন্য সম্পূর্ণ বিনামুল্যে অক্সিজেন, নেবুলাইজার সেবা বাসায় পৌঁছে দেওয়া হবে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কাফনের কাপড়, দাফনের  জন্য পিপিইসহ বিভিন্ন এন্টিসেপ্টি সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় মোহাম্মদ আবুল মনসুর রুমেল, জামান চৌধুরী শিপলু, নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন, কাজী পারভেজ, বদরুল হোসেন,আবু বক্কর বাবু, এরশাদ হোসেন, আব্দুল্লাহ, আবুল হাসনাত, এরশাদ মিয়ার নেতৃত্বে পুরো চান্দগাঁও এলাকা জুড়ে চলছে এ সেবা কার্যক্রম।

কোন ব্যক্তির অক্সিজেন, নেবুলাইজারসহ যে কোন চিকিৎসা সেবার প্রয়োজন হলে গোলাম আলি নাজীর পাড়া, পুলের গোরা, পুরাতন চান্দগাঁও থানা চট্টগ্রামস্থ অফিসে সরাসরি বা মুঠোফোন (০১৮১৯-০৩৩৬৮১, ০১৮১৮-০১৬৫২৪, ০১৮১৯-৬২১১২০) নাম্বারে যোগাযোগ করলে বাসায় সেবা পৌঁছে দেওয়া হবে। বিজ্ঞপ্তি