ডায়াবেটিস প্রতিরোধে সুশৃঙ্খল জীবন জরুরি

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০.৩০ টায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ও ফেস্টুন ওড়ানো, রোগীদের সচেতনমূলক সুধী সমাবেশ সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।
সুধী সমাবেশে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে জাতিসংঘ বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে ঘোষণা করেন। এইদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং এবং তিনি বিজ্ঞানী চার্লস বেষ্টের সাথে একত্রে ইনসুলিন আবিষ্কার করেন।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” । ডায়াবেটিস প্রতিরোধে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে।
প্রধান অতিথি বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, যদি সকলে মিলে চেষ্টা করি অবশ্যই ভালো কিছু হবেই। সকলের সহযোগিতা থাকলে অবশ্যই ডায়াবেটিক হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর সম্ভব।
বৃহত্তর বাংলাদেশে ১ কোটি ১০ লক্ষ ডায়াবেটিস রোগী আছে। খুবই ভয়াবহ অবস্থা বাংলাদেশের জন্য।
নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, মিসেস আবিদা মোস্তফা, নির্বাহী সদস্য মো. শহীদুল আলম, সাংবাদিক মাহফুজ-উন-নবী, জীবন সদস্য মো. নূরুল হুদা, হাসপাতালের এডিশনাল ডিরেক্টর (হাসপাতাল) ডা. নওশাদ আজগার চৌধুরী প্রমুখ।
আলোকচিত্র প্রদর্শনী ও ডায়াবেটিস রোগীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের সহযোগিতায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, ডায়াবেটিক সচেতনতায় সেমিনার, ফ্রি হেলথ চেক আপ এবং ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞাঁ, বিশেষ অতিথি যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান, জেলা পিপি লায়ন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা জিপি অ্যাডভোকেট নাজমুল আহসান আলমগীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান রিটু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী।
উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট লায়ন আরমান রসুল, ইলার প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুল হাসান আনু, লায়ন্স ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন জিয়াউল হক সোহেল, ইলার ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এনামুল হোসেন চৌধুরী, সেক্রেটারি রবিউল হোসেন নয়ন, লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী রুমান, ইলার জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আলম মাসুদ, লায়ন্স ক্লাবের জয়েন্ট ট্রেজারার লায়ন শেখ আব্দুল কাদের অভি প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ।
জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি জেলা শাখার কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা.শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
বিশেষ অতিথি ছিলেন সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, ডা.ইসরাত জাহান, ডা.কামাল উদ্দিন।
জেলা শাখার সদস্য মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূঞায় সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য মুহাম্মাদ আবদুল মান্নান, মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন, মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, বিবি রহিমা বেগম,আদিবা জাহান আরিফা সহ জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। বিজ্ঞপ্তি