চার দফা বাস্তবায়নের দাবি

নগরে ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষকদের সমাবেশ

পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবি ও পেশাগত পদ-পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল সোমবার নগরীর আইডিইবি চট্টগ্রাম জেলা কার্যালয় মাঠে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগ্রাম পরিষদেও কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক, রেলওয়ে ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোবারক হোসেন, পিজিসিবি ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী দেওয়ান মো. ইলিয়াস, সড়ক ও জনপথ ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, মহানগর যুবলীগের সদস্য প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন। বক্তব্য রাখেন বিউবো ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, রেলওয়ে ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী ছারওয়ার ই আলম মজুমদার, বন্দর ডিইএ’র সভাপতি প্রকৌশলী মাহমুদ হারুন ভুঁইয়া, বাকাছাপ সভাপতি প্রকৌশলী ইয়াছিন আরাফাত বাপ্পি, প্রাইভেট সেক্টর ডিইএফ’র সভাপতি প্রকৌশলী মো. শাহীন চৌধুরী, কর্মপ্রত্যাশী ডিইএ’র সাধারণ সম্পাদক মির্জা রবিউল ইসলাম নয়ন, পৌর ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী বেলাল আহমেদ খান, আইডিইবি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জামাল উদ্দিন প্রমুখ। শেষে মিছিল সহকারে বিভাগীয় কমিশনারের কার্যালয় গিয়ে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিজ্ঞপ্তি