চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১২, শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। এরমধ্যে নগরীতে আটজন এবং উপজেলায় চারজন । এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৪ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯২ হাজার ৬৭৯ জন।

বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ  হাসপাতালসহ চট্টগ্রামের ১০ টি ল্যাবে ২ হাজার ৮৮৩ নমুনায় আক্রান্ত হয়েছেন ৭৭২ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৪৪৪ জন এবং উপজেলায় ৩২৮ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৬৮ হাজার ৩৩৮ জন এবং উপজেলায় ২৪ হাজার ৩৪১ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯২ হাজার ৬৭৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে আটজন এবং উপজেলায় চারজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১২ জন। এ নিয়ে নগরীরে ৬৩৯ জন এবং উপজেলায় ৪৫৫ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৯৪ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৮ নমুনার মধ্যে ১৯২ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৩৭ নমুনায় ১৩৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪১৬ নমুনায় ১৪৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮০ নমুনায় ৮৫ জন, এন্টিজেন টেস্টে ৫০৬ নমুনায় ৮০ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১২০ নমুনায় ৩৯ জন, শেভরণে ২৬৮ নমুনায় ৪১ জন, আরটিআরএল ল্যাবে ৯ নমুনায় ৪ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪০ নমুনায় ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।

তবে এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে করোনার কোন নমুনা পরীক্ষা করা হয়নি।